• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

ইনুকে জঞ্জাল বলে কামারুল আরেফিনকে সমর্থন দিলেন আ. লীগ নেতারা

  • ''
  • প্রকাশিত ৩০ নভেম্বর ২০২৩

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়া-২ আসনে জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে জঞ্জাল অ্যাখায়িত করে স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিনকে সমর্থন জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। এ সময় বুধবার(২৯ নভেম্বর) সন্ধ্যায় ভেড়ামারা শহরের কোচস্ট্যান্ড চত্বরে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত বক্তব্য সভায় ইনুর বিরুদ্ধে বিষাদাগার করেছেন উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। 

বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামিমুল ইসলাম ছানা বলেন,ভেড়ামারা ও মিরপুর উপজেলার মানুষকে একজন জঞ্জাল ও স্বৈরাচারের হাত থেকে রক্ষা করার জন্য আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা কামারুল আরেফিনকে সমর্থন দিচ্ছে। তিনি আমাদের সমর্থন চেয়েছেন,আমরাও তাকে সমর্থন দিচ্ছি। তাকে আমাদের প্রার্থী ঘোষণা করলাম। আজ কামারুল আরেফিন মিরপুর উপজেলা পরিষদ চত্বরে মনোনয়নপত্র দাখিল করবেন। সে সময় প্রত্যেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি,সাধারণ সম্পাদকে উপস্থিত থাকার নির্দেশ দেন তিনি।

এ সময় ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিুকুল আলম চুন্নু, সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান মিঠু, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল মুকুলসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তব্যে স্বতন্ত্র প্রার্থী মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিন বলেন,আমাদের(আওয়ামীলীগ) শরীক দল জাসদের সভাপতি ইনু নিজেকে ২০ পয়সা দাবি করতো,আর আমরা ৮০ পয়সা। সেই ২০ পয়সা পূরণ করে আমরা নিজেরাই এখন ১ টাকা। আমাদের আর ধার করা লোকের প্রয়োজন হবে না। তিনি জাসদকে গণবাহিনী আখ্যা দিয়ে বলেন,জাসদ গণবাহিনী আমরা পরিত্যাগ করতে চাই। যাতে আগামী দিনে আমাদের এই এলাকার মানুষ সন্ত্রাস কলঙ্কিত না হয়।

দলীয় সূত্রে জানা গেছে, ২০০৮ সালের নির্বাচনে জাসদ সভাপতি হাসানুল হক ইনু মহাজোটের হয়ে নৌকা প্রতীকে কুষ্টিয়া-২ আসন থেকে নির্বাচন করে জয়ী হন। এরপর ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দীতায় সংসদ সদস্য নির্বাচিত হন। তবে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এ আসনে মুখোমুখি অবস্থান নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর অন্যতম শরিক দল জাসদ। এবার আওয়ামী লীগের স্থানীয় নেতারা আসনটি জাসদকে ছেড়ে দিতে নারাজ। নির্বাচনে হাসানুল হক ইনুকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে উপজেলা পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। মঙ্গলবার(২৮ নভেম্বর) স্থানীয় সরকার মন্ত্রণালয়ে তিনি পদত্যাগপত্র জমা দেন। এরপর তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করেন।  এই সংসদীয় আসনটিতে বর্তমান সংসদ সদস্য জাসদ সভাপতি হাসানুল হক ইনু। এই আসন থেকে পুনরায় নির্বাচনে অংশ গ্রহণের জন্য তিনি রবিবার (২৬ নভেম্বর) দুপুরে মিরপুর উপজেলা পরিষদে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে তার মনোনয়ন পত্র জমা দিয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার চারটি আসনের মধ্যে তিনটিতে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হয়েছে। তবে জোটগত কারণে কুষ্টিয়া-২ আসনে প্রার্থীর নাম প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads